রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ রাজ্যের উড়িয়া সমাজ দ্বারা আয়োজিত উৎকল দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, ওড়িশা রাজ্য এর সমৃদ্ধ সংস্কৃতি, বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত।
ওড়িশার ইতিহাস, আধ্যাত্মিকতা এবং শিল্পকর্মের উজ্জ্বলতায় পরিপূর্ণ একটি ভূমি। এখানকার ঐতিহাসিক স্থিতিস্তম্ভ, প্রত্নতাত্ত্বিক স্থান এবং ঐতিহ্যবাহী শিল্প ভাস্কর্য অনন্য। রাজ্যপাল রাজ্যে এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের অনুষ্ঠান বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভিত্তিকে শক্তিশালী করবে।
অনুষ্ঠানে রাজ্যপাল চাকাডোলা ২০২৫ নামক স্মরণিকার প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উড়িয়া সমাজ ত্রিপুরার সভাপতি বিষ্ণুচরণ পাতি। এ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ওডিসি নৃত্য ও সাম্বলপুরি লোকনৃত্য পরিবেশন করা হয়।