রাজ্যপালের আগমনকে ঘিরে উৎসবের আমেজ কোচবিহারে

সত্তরের দশকে তিনি ছিলেন রাষ্ট্রায়ত্ত্ব স্টেট ব‍্যাঙ্কের জলপাইগুড়ি জেলা শাখার অফিসার। কর্মসূত্রে তখন তিনি ছিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা। সেই সুবাদে জলপাইগুড়ি শহরে এসে প্রাচীনতম এই ব‍্যাঙ্ক ভবন পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল সিভি আনন্দ বোস। রাজ‍্যপালের আগমনকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছিল স্টেট ব‍্যাঙ্কের শতবর্ষ প্রাচীন জলপাইগুড়ি‌র মুখ‍্য ভবন। রাজ‍্যপাল শুক্রবার পুরোনো কর্মস্থলের পাশাপাশি পরিদর্শন করেন আসাম মোড় এলাকার মিশনারিজ অফ চ্যারিটি ভবন। শুক্রবার সকালে প্রথম এখানেই আসেন রাজ্যপাল। একসময় জলপাইগুড়ি শহরের ক্লাব রোডে অবস্থিত রাষ্ট্রয়ত্ত্ব ব্যাংকের অফিসার পদে কর্মরত ছিলেন তিনি।এজন্য তাঁর আগমনকে ঘিরে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছিল সরকারি এই ব‍্যাঙ্কে। রাজ‍্যপালকে কাছে পেয়ে খুব খুশি ছিলেন এই ব‍্যাঙ্কের বর্তমান ও প্রাক্তন কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *