বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আবার বেশ কয়েক দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও তাতে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীদের একটি বৃহৎ অংশ।
বাংলার রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৮% হারে ডিএ পাচ্ছেন। চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এপ্রিল থেকেই নয়া বর্ধিত হার কার্যকর হওয়ার কথা ছিল।
সেই অনুযায়ী বর্ধিত হারে ডিএ সহ বেতন পেলেন রাজ্য সরকারি কর্মীদের একটি বড় অংশ। অনেকে যদিও এতে সন্তুষ্ট নন। তাদের মতে, ‘কেন্দ্রের ডিএ-র হার ৫৫%। ৪% নতুন করে যোগ করার পর রাজ্যের হার হয়েছে ১৮%। বর্তমানে ফারাক ৩৭ শতাংশের। এতখানি ফারাক কাম্য নয়’।