দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী থেকে শুরু করে পড়ুয়াদের জন্য সবুজ সাথী, তরুণের স্বপ্ন।

পশ্চিমবঙ্গ সরকারের এমনই একটি প্রকল্প যার মাধ্যমে ছাত্রছাত্রীদের ১০,০০০ টাকা করে দেয় সরকার। বাংলার আর্থিকভাবে দুর্বল পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ায় উৎসাহ দিতে চালু করা হয়েছে বেশ কিছু বৃত্তি। এমনই একটি স্কলারশিপের নাম হল নবান্ন স্কলারশিপ। উত্তরকন্যা স্কলারশিপ নামেও পরিচিত এটি। পড়াশোনার পথে যেন বাধা না হয় আর্থিক অনটন!

এই লক্ষ্যেই দারিদ্রসীমার নীচে বসবাসকারী বাংলার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে এই স্কলারশিপ চালু করেছে রাজ্য। এর মাধ্যমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের ১০,০০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।