ভোটের বাজারেও বেশ জমজমাট রূপ নিয়েছে গৌরিহাটের বারুনী মেলা

ভোটের বাজারেও বেশ জমজমাট রূপ নিয়েছে গৌরিহাটের বারুনী মেলা। প্রতিদিন রাতে অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে মেলায়। মেলায় জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আধ্যাত্মিক চিত্র প্রদর্শনীতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত ৭ই এপ্রিল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই মেলা।

 চলবে ১২ই এপ্রিল পর্যন্ত।জলপাইগুড়ির মোহিতনগরে উত্তরবাহী করলা‌ নদীর তীরে এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য দোকান বসেছে গৌরীহাটে। মেলাতে রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান সহ ছোটদের খেলনা থেকে শুরু করে রকমারি জিনিসপত্রের সম্ভার।

ঘরের সাজ সরঞ্জামের নানা‌ জিনিসপত্র‌ও রয়েছে মেলায়। রয়েছে সার্কাস, নাগরদোলা, ব্রেক ডান্স সহ বড় ও ছোটদের মনোরঞ্জনের আকর্ষণীয় ব্যবস্থা।জলপাইগুড়ির বারুনী মেলাকে‌ ঘিরে রয়েছে স্থানীয় মানুষের আবেগ। এজন্য প্রতি বছরই অসংখ্য মানুষ দূর-দূরান্ত থেকে এই মেলার জন্য আগ্রহী হয়ে থাকেন।এবছরও এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য মানুষের সমাগম হচ্ছে বলে উদ্যোক্তারা‌ জানান।