সুখবর, বাড়তে পারে বেতন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বছরের শুরু থেকেই একের পর এক সুখবর!

প্রথমে অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। এরপর সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২% হারে ডিএ বৃদ্ধি করা হয়। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার বেতন বৃদ্ধি নিয়ে সামনে আসছে নয়া আপডেট। শোনা যাচ্ছে, একধাক্কায় প্রায় ৪০% অবধি বাড়তে পারে তাঁদের মাইনে!

জানা যাচ্ছে, অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন, ডিএ সহ নানান ভাতা সংশোধিত ও পরিমার্জিত হবে। যার ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী। আগামী বছর থেকেই এই সকল সুবিধা মিলবে।