সুখবর, একলাফে রাজস্ব বাড়ল চারশো কোটি

রাজস্ব বাড়াতে শুরু হয়েছে নয়া নীতি। রাজ্যের কোষাগারে আয় বাড়াতে নয়া বালি-নীতি গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই নীতি মেনেই বালি খাদান থেকে রেকর্ড রাজস্ব আদায় করল রাজ্য। নজরদারি শুরু করেছে নবান্ন, শক্তহাতে হাল ধরতেই এই খাতে রাজস্ব সংগ্রহ একলাফে ২০০ কোটি থেকে বেড়ে ৬০০ কোটি টাকা পাড় করেছে। এই খাতে রাজস্ব বৃদ্ধি হয়েছে তিনগুণ।

দীর্ঘদিন ধরেই বালি চুরি ছিল রাজস্ব আদায়ের পথে বড় সমস্যা৷ রাজস্ব ফাঁকি রুখতেই ২০২১ সালের অক্টোবর মাসে নয়া বালি-নীতি রাজ্য চালু করে রাজ্য সরকার। কেন্দ্রীয়ভাবে সব কটি বালি খাদানের উপর নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের হাতে। বালি তোলা থেকে শুরু করে গুদামজাত করা এবং বলি সরবরাহ পর্যন্ত প্রতিটি প্রক্রিয়ার উপর অনলাইনে নজরদারির ব্যাবস্থা করা হয়।

এর ফলে, ‘কিউআর কোড’ বিশিষ্ট স্বয়ংক্রিয় পদ্ধতিতে ‘রয়্যালটি স্লিপ’ বা ই-চালান ইস্যু হওয়ার পরেই বালি খাদান থেকে গন্তব্যে রওনা দিতে পারে বালি বোঝাই ট্রাকগুলি। নয়া পদ্ধতিতে রয়্যালটি ফাঁকি রোখার পাশাপাশি কর্পোরেশনের এক্তিয়ারভুক্ত বালি খাদানগুলি নতুন করে নিলামও করা হয়েছে। মিলিত পদক্ষেপে আয় বেড়েছে অনেকটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *