রাজ্য সরকারের তরফে খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

সূচনা হয়েছে দেবীপক্ষের। চারদিকে চলছে ছুটির আমেজ। এরই মাঝে খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য। আজ শুক্রবার অফিস হয়েই ছুটি পড়ে যাবে সরকারি অফিসে৷ রাজ্য সরকারের কর্মচারীরা এবছর টানা ১৬ দিন পুজোর ছুটি পাচ্ছেন। আগামীকাল থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাবেন তাঁরা। অফিস খুলবে একেবারে লক্ষ্মীপুজোর পর৷ উৎসবের মরশুমে লম্বা ছুটি পেয়ে দারুণ খুশিতে রাজ্য সরকারের কর্মচারীরা৷ শনি ও রবিবার ধরে মোট ১৬ দিন সরকারি দফতরে ছুটি থাকবে বলে ঘোষণা করেছে নবান্ন৷

অফিসিয়ালি পুজোর ছুটি শুরু হচ্ছে পুজোর ১১ অক্টোবর৷ তবে তার আগে শনি ও রবিবার পরায় ছুটি শুরু হয়ে যাবে আগামী কাল অর্থাৎ ৯ অক্টোবর থেকে৷ তবে পুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে, বিভিন্ন পরিষেবা অক্ষুন্ন রাখতে এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাতিল করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর, বিদ্যুৎ দফতর, সেচ দফতর সহ বিভিন্ন দফতরের কর্মীদের ছুটি৷ তবে পরবর্তীকালে এই সকল দফতরের কর্মীদের ছুটি পুষিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

গতবছর করোনা আবহে পুজোর আনন্দে ভাটা পড়েছিল৷ এবারও নানা বিধিনিষেধ জারি হয়েছে৷ তবে বিধিনিষেধ কিছুটা শিথিল থাকছে। চলতি বছর করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে পুজো কার্নিভাল৷ প্রতিটি মণ্ডপে থাকবে নো-এন্ট্রি৷ পুজো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে ১১ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন৷ মাস্ক ও স্যানিটাইজার মাস্ট করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *