সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে বাজেটে ২০০ টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরির প্রকল্পের অনুমোদন করা হয়েছে।

রেলমন্ত্রী জানিয়েছেন যে, আগামী অর্থবর্ষের বাজেটে রেলের জন্য ২.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ১৭,৫০০ টি জেনারেল কোচ, ২০০ টি বন্দে ভারত এবং ১০০ টি অমৃত ভারত ট্রেন তৈরির মতো প্রকল্পগুলি অনুমোদিত হয়েছে।

তিনি বলেন, “৪.৬ লক্ষ কোটি টাকার নতুন প্রকল্প বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা ৪ থেকে ৫ বছরের মধ্যে শেষ হবে। এগুলির মধ্যে রয়েছে নতুন রেললাইন স্থাপন, বর্তমানে থাকা রেললাইনগুলিকে ডাবল করা, নতুন নির্মাণ এবং স্টেশন ও ফ্লাইওভার ও আন্ডারপাস পুনর্নির্মাণের মতো কাজগুলি।