রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দীর্ঘদিন ধরেই ভাবাদিঘির জটে আটকে রয়েছে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ। অবশেষে সেই জট কাটাতে উদ্যোগী হল কলকাতা হাইকোর্ট।
ডেডলাইন বেঁধে দিয়ে এদিন উচ্চ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিন মাসের মধ্যে সমস্ত জটিলতা মিটিয়ে, ওই প্রকল্পের কাজ শুরু করতে হবে। একইসাথে বলা হয়েছে রাজ্য ও রেল উভয়পক্ষকে ওই বৈঠকে বসে এই সমস্যার সমাধান করতে হবে। বর্তমানে তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত ট্রেন পরিষেবা চালু রয়েছে।
গোঘাট থেকে যাত্রীরা এক ট্রেনে সরাসরি হাওড়ায় পৌঁছে যাচ্ছেন। বিষ্ণুপুরের ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত নতুন রেল লাইনে ‘ট্রায়াল রান’ হয়ে সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে কামারপুকুর থেকে জয়রামবাটি হয়ে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনের কাজও। এই প্রকল্পের খরচ ৪৮০ কোটি টাকা থেকে বেড়ে এখন ১৩০০ কোটি ছাড়িয়ে গিয়েছে।