রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেলের অধীনে প্রতিদিন প্রায় ১২,৮১৭ টি ট্রেন চলাচল করে। দীপাবলি থেকে শুরু করে ছট পূজা এবং কুম্ভমেলার মতো অনুষ্ঠান উপলক্ষ্যে রেল দ্বারা বিশেষ ট্রেন পরিচালনা করা হয়।
পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন প্রায় ২.৫ কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন। এমতাবস্থায়, এত বড় নেটওয়ার্ক এবং বিপুল চাহিদার কারণে কিছু ট্রেন প্রতি বছর কয়েকশ কোটি টাকা আয় করে। কিন্তু এরই মধ্যে এমন কিছু ট্রেন রয়েছে যা রেলের ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি রেলের প্রকাশিত তথ্য অনুসারে, বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস সর্বোচ্চ আয়ের রেকর্ড তৈরি করেছে।
২০২২-২৩ অর্থবর্ষে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস থেকে ১৭৬ কোটি টাকা আয় করেছে রেল। এদিকে, রাজধানী এক্সপ্রেস ট্রেনগুলিকে তাদের দ্রুত গতি, সুবিধা এবং সময়ানুবর্তিতার কারণে যাত্রীরা বেশি পছন্দ করেন। এই কারণেই এই ট্রেনের আয় ক্রমাগত বাড়ছে।