সুখবর সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম কর্মাঞ্জলি। যেসব মহিলারা শিল্প শহর হলদিয়ায় আসেন তাদের জন্য সরকারি উদ্যোগে চালু হতে চলেছে ‘কর্মাঞ্জলি’ পরিষেবা।

যারা পরিষেবা নিতে ইচ্ছুক তারা যেন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে। এমনটাই নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জানা যাচ্ছে, যেসব মহিলারা কর্মসূত্রে হলদিয়ায় আসেন তারা ন্যূনতম মাসিক ২০০০ টাকার বিনিময়ে এই সুবিধা পাবেন।

সরকারের এই পদক্ষেপ মূলত মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য। এই বিষয়ে বিশদ জানতে হলে purbamedinipur.gov.in ওয়েব সাইটে যোগাযোগ করারং পরামর্শ দিয়েছে সরকার। আগামি ১৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।