বড় সুখবর সরকারের তরফে। প্রতিবছর পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে মেয়েদের পড়াশোনার জন্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘোষণা করলেন। ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা’-র অধীনে এতদিন সরকারের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে দেওয়া হত। উত্তরপ্রদেশ সরকার আগামী এপ্রিল মাস থেকে এই অংকটা ২৫ হাজার টাকা করতে চলেছে।
উত্তরপ্রদেশ সরকার ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা’-র অধীনে স্নাতক হওয়া পর্যন্ত মেয়েদের পড়াশোনার জন্য বাৎসরিক ১৫ হাজার টাকা করে প্রদান করে। সরকারের পক্ষ থেকে মেয়েদের শিক্ষার জন্য এই টাকা প্রদান করা হয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে ২০১৭ সালে বসার পর এই প্রকল্পের ফলে এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন রাজ্যের ১৭ লাখের বেশি পড়ুয়া। পাশাপাশি যোগী বলেছেন, ‘মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ’ প্রকল্পের আওতায় ২০১৭ সাল থেকে সরকার তিন লাখের বেশি বিয়ের উদ্যোগ নিয়েছে।