বেশ কিছুটা স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি কিছুদিন আগেই তার বিরুদ্ধে এফআইআর করা যাবে বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তবে এদিন সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত জানায়, বিজেপি নেতা শুভেন্দুকে রক্ষাকবচ নিয়ে বলার সুযোগ দিতে হবে আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশ, “২০ জুলাই হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের এফআইআর দায়ের সংক্রান্ত নির্দেশ খারিজ করা হল। হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলা পুনরায় বিচার করে উপযুক্ত নির্দেশ দিতে পারেন।’
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও FIR দায়ের করা যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তবে বিরোধী দলনেতার বিরুদ্ধে ভোটের হিংসায় প্ররোচনা, উস্কানিমূলক মন্তব্য দেওয়ার মতো অভিযোগ তুলে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করা হয় কলকাতা হাইকোর্টে।