খুশির খবর বই প্রেমীদের জন্য

গত বছর কোভিড আবহে বন্ধ গেছে বইমেলা। এখন অনেকটা নিয়ন্ত্রিত আছে কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার এক খুশির খবর বইপ্রেমীদের জন্য। সব ঠিক থাকলে ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজিত হতে পারে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১। জানিয়েছেন বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত বইমেলার আয়োজন নিয়ে ডবল ধামাকার ইঙ্গিত দিল গিল্ড। ২০২১ এবং ২০২২ সালের বইমেলা একসঙ্গে আয়োজিত হবে। তিনি আরও জানিয়েছেন, গিল্ডের কাছে বইমেলা আয়োজনের প্রস্তুতি মোটামোটি সারাই রয়েছে। যদিও মহামারী সংক্রান্ত একাধিক নির্দেশিকার জেরে আয়োজন ক্রমশই পিছিয়ে গিয়েছে। বইমেলার দিনক্ষণ নির্ধারিত হলে খুবজোর এক মাসের মধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন করে ফেলা সম্ভব বলেও জানাচ্ছে গিল্ড কর্তৃপক্ষ। তবে এখনও সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। সেই সময় মহামারী পরিস্থিতি কেমন থাকে, তার উপর গোটা বিষয়টা নির্ভর করছে। মূলত কোভিড গ্রাফের ওঠানামার উপর নজর রেখেই ডিসেম্বর-জানুয়ারির কথা ভেবে প্রস্তুতি নিচ্ছে গিল্ড।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এক সাক্ষাৎকারে এমনটাই দীর্ঘ বিলম্বের পরও চলতি বছরে এখনও আয়োজন করা সম্ভব হয়নি বইমেলার। কার্যত চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছেন আজস্র বইপ্রেমীরা। সুখবরের আশায় দিন গুনছেন সকলে। তবে কি হবে? ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছর জানুয়ারিতে আয়োজিত হতে পারে বইমেলা। প্রতিবছর জানুয়ারি মাসেই আন্তর্জাতিক বইমেলার আসর বসে। ২০২১ সালে বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *