বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে টিকাকরণও এগোচ্ছে বিভিন্ন দেশে। ইতিমধ্যে একাধিক টিকা বাজারে এসেছে, ন্যাজাল ভ্যাকসিনও অনুমোদন পেয়েছে। এবার জানা গেল, মুখ দিয়ে যাতে টিকা নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য গবেষণা চলছে। শোনা গিয়েছে, প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালও নাকি হয়ে গিয়েছে এই টিকার।
এখন মূলত ইঞ্জেকশন দিয়েই টিকা নিতে হয়। আর সেটা ছাড়া ন্যাজাল ভ্যাকসিন এসেছে বাজারে। কিন্তু ভবিষ্যতে যাতে ‘ওরাল ফর্ম’-এ টিকা নেওয়া সম্ভব হয়, তারই প্রস্তুতি নিচ্ছে গবেষকদের একটি দল। যে সংস্থা এই টিকা বানানোর কাজ করছে তাঁদের তরফ থেকে জানান হয়েছে, এই ভ্যাকসিন বাজারে আসলে তা নিতে সবচেয়ে বেশি সুবিধা হবে। কারণ এই টিকা নেওয়ার পদ্ধতি অনেক বেশি সহজ ও কম কষ্টদায়ক।
টিকার প্রয়োজন যে ভবিষ্যতে পড়বে তার ইঙ্গিত আগেই মিলেছে। ইতিমধ্যেই অশনি সঙ্কেত মিলেছে যে, আসতে পারে নতুন এক করোনা ভাইরাস! বেশ কয়েকটি প্রজাতি এবং উপপ্রজাতি মিলে নতুন একটি রূপের জন্ম দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উপপ্রজাতির দাপটেই আগামী দিনে করোনা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে৷