সুখবর, সরকারের তরফে অনুমোদন পেল চন্দ্রযান-৪ মিশন

শুরু জয়ের প্রস্তুতি, অবশেষে প্রতীক্ষার অবসান। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চন্দ্রযান-৪ মিশনের অনুমোদন করা হয়েছে। এই মিশনের অধীনে, ভারতীয় মহাকাশচারীদের চাঁদে অবতরণ করার পাশাপাশি তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগুলি বিকাশের পরিকল্পনা রয়েছে।

চন্দ্রযান-৪ মিশনের অধীনে, চাঁদের পাথর এবং মাটিও পৃথিবীতে আনা হবে। যাতে সেগুলি ভালোভাবে পরীক্ষা করা যায়। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, মন্ত্রিসভা ভেনাস অরবিটিং মিশন, গগনযান এবং চন্দ্রযান-৪ মিশন সম্প্রসারণের অনুমোদন দিয়েছে।

তিনি জানান যে, মন্ত্রিসভা ভারী ভার বহনে সক্ষম পরবর্তী প্রজন্মের লঞ্চ ভেহিক্যালকেও অনুমোদন দিয়েছে। যেটি ৩০ টন ওজনের পেলোডকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করবে। বলা হয়েছে, চন্দ্রযান-৪ মিশনের জন্য মোট ২,১০৪.৬ কোটি টাকার ফান্ড প্রয়োজন হবে।