মুম্বইয়ে গত ১৮ অগাস্ট ‘লার্জেস্ট পিন ব্যাজ সেন্টেন্স – প্রাইড অফ ইন্ডিয়া’ সৃষ্টির জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস এক বিশ্বরেকর্ড জয় করলো। এই সেন্টেন্স তৈরির জন্য ব্যবহার করা হয়েছিল ২২,৩৭৩টি ইন্ডিয়ান ফ্ল্যাগ পিন ব্যাজ। এই উদোগে সামিল হয়েছিলেন দেশের ১৫,০০০-এরও বেশি ডায়াবেটোলজিস্ট, কার্ডিয়োলজিস্ট ও ফিজিসিয়ান। তারা অংশগ্রহণের মধ্য দিয়ে সম্মান প্রদর্শন করেছেন সম্মুখসারির যোদ্ধাদের প্রতি। এই উদ্যোগের মুখ্য উদ্দেশ্য ছিল, নিজেদের জীবন বিপন্ন করে যারা কোভিড-১৯ বিরোধী লড়াই চালিয়েছেন, দেশের সেই প্রথম সারির স্বাস্থ্যকর্মী যোদ্ধাদের সম্মান প্রদর্শন করা।
প্রসঙ্গত, ভারতে ডায়াবিটিস কেয়ার সেগমেন্টে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস বিশ্বের প্রথম কোম্পানি যারা পেটেন্ট-প্রোটেক্টেড ও গ্লোবালি-রিসার্চড সোডিয়াম গ্লুকোজ কো-ট্রান্সপোর্টার-২ ইনহিবিটর ‘রেমোগ্লিফ্লোজিন এটাবোনেট’ লঞ্চ করেছে রেমোজেন ব্র্যান্ড নামে। বাজারে রয়েছে গ্লেনমার্কের রেমোজেন-এম এবং রেমোজেন ভি। এছাড়াও, কোভিড-১৯ বিরোধী যুদ্ধে ফেবিফ্লু ব্র্যান্ডের ফেভিপিরাভির নিয়ে গ্লেনমার্ক সামনের সারিতে অবস্থান করছে।