ব্রণের দাগ থেকে নিস্তার পেতে কার্যকরী ফেসপ্যাক
আজকাল ব্রণ আর বয়স মানে না। বয়স ১০ হোক বা ৩০। ব্রণের সমস্যায় নাজেহাল সকলেই। কারোর বয়সন্ধিকালে ব্রণ হয়। কারোর আবার হরমোন জনিত কারণে। আর এই ব্রণের দাগ কিন্তু থেকে যায় বহু দীর্ঘ সময়। তাই এর জন্য প্রয়োজন বিশেষ কিছু যত্ন। আপনারা ব্রণের দাগ নির্মূল করার ক্ষেত্রে কয়েকটি উপকারী ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। জেনে নিন সেই ফেসপ্যাক গুলি কী কী?
দই ও হলুদ
রূপচর্চায় বহু প্রাচীনকাল থেকেই দই এবং হলুদ ব্যবহার করা হয়। রূপচর্চায় দই এবং হলুদের জুড়ি মেলা ভার। দই এবং হলুদ জামাল স্কিনকে উজ্জ্বল করে, ত্বকের স্বাস্থ্য কে আরো বেশি ভালো করে। তেমনভাবেই দাগ নির্মূল করতেও সাহায্য করে। সপ্তাহে অন্তত দুবার দই ও হলুদের ফেসপ্যাক ব্যবহার করলে ব্রণের দাগ থেকে অনেকটাই নিস্তার পাওয়া যায়।
অ্যালোভেরা এবং দারচিনি
অ্যালোভেরা স্কিন কেয়ারে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। স্কিনের জ্বালা পোড়া, শুষ্কতা সবকিছু থেকেই এলোভেরা নিস্তার দিতে সক্ষম। তার পাশাপাশি অ্যালোভেরা এবং দারচিনির ফেসপ্যাকটি ব্রণের দাগ নির্মূল করতেও খুব সাহায্য করে।