দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন এই দুর্গাপূজা নিয়ে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলি সরকারের তরফে বড় অঙ্কের অনুদান পাচ্ছে। তবে এবার রাজ্যের শাসকের সঙ্গে সরাসরি টক্কর দিতে বিজেপিও মোটা অঙ্কের অনুদান ঘোষণা করেছে রাজ্যের পুজোগুলির জন্য।
দুটি শর্ত মানলেই বিজেপি রাজ্যের পুজোগুলিকে ১ লক্ষ টাকা অনুদান দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। একটি হল, পুজো কমিটিতে বিজেপি নেতাদের জায়গা দিতে হবে এবং পুজো মণ্ডপের চারিদিক সাজাতে হবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাফল্যের ব্যানার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে।
তবে বিজেপির এই শর্ত মেনে কটা পুজো কমিটি পুজো করবে তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। কারণ এমন করলে সরাসরি রাজ্য সরকারের কুনজরে পড়ে যাবে তারা। সরকারের তরফে পাওয়া যাবতীয় সুযোগ সুবিধা হারাতে হবে, পুজোর অনুমতি মিলতেও পরের বছর থেকে সমস্যা হতে পারে।