আবার বাড়লো গ্যাসের দাম

প্রতিদিন মধ্যবিত্তদের কপালে ভাঁজ পড়ছে চিন্তার। একে করোনা আবহ তার মাঝে প্রতিনিয়ত বাড়ছে পেট্রল ও রান্নার গ্যাসের দাম। আজ নতুন করে বেড়েছে রান্নার গ্যাসের দাম। ১৫ দিনের মধ্যেই আরও ২৫ টাকা বাড়ল দাম। কলকাতায় ১৪.২ কেজি ভরতুকিবিহীন রান্নার গ্যাস কিনতে খরচ হবে ৯১১ টাকা। তবে মাসের প্রথমদিন খানিক স্বস্তি দিয়ে সামান্য কমল জ্বালানি তেলের মূল্য। পেট্রলের পাশাপাশি নিম্নমুখী ডিজেলও। ইতিমধ্যেই দেশের প্রায় ১৯টি রাজ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। ফলে, মূল্যবৃদ্ধির কোপে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। লিটার প্রতি পেট্রোলের দাম কমেছে ১৫ পয়সা। পাশাপাশি প্রতি লিটার ১৫ পয়সা করে কমানো হয়েছে ডিজেলের দামও। রাজধানী দিল্লিতে বুধবার এক লিটার পেট্রলের জন্য খরচ ১০১.৩৪ টাকা এবং এক লিটার ডিজেলের মূল্য ৮৮.৭৭ টাকা। ফলে কলকাতাতেও কমল জ্বালানির দাম। ১০ পয়সা কমে এ শহরে আজ লিটার প্রতি পেট্রলের দাম ১০১.৭২ টাকা। ১৪ পয়সা কমেছে ডিজেলের মূল্যও। এক লিটার ডিজেলের জন্য আজ শহরবাসীর খরচ ৯১.৮৪ টাকা।

চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর নিয়মিত বৃদ্ধি পেয়েছে জ্বালানি মূল্য। করোনার মধ্যে আর্থিক সংকটে ভুগতে থাকা সাধারণ মানুষের কপালের ভাঁজও গভীর হয়েছে। এরপর গত ২২ আগস্ট সামান্য কমেছিল দাম। তবে আন্তর্জাতিক বাজারে বুধবার জ্বালানি তেলের দাম স্থিতিশীল। মূল্যবৃদ্ধি এবং অন্যান্য বিষয়ে আলোচনার জন্য শীঘ্রই বৈঠকে বসতে চলেছে পেট্রোলিয়াম রপ্তানি দেশগুলি। করোনা কালে তেল সরবরাহ অব্যাহত রাখতে একাধিক বড় সিদ্ধন্ত নেওয়া হতে পারে। তবে এসবের মাঝে প্রায় সপ্তাহ খানেক পর জ্বালানির দাম সামান্য কমায় সাময়িক স্বস্তি পেলেন মধ্যবিত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *