আবার ভোপালে গ্যাস লিকের ঘটনা দেখা দিলো

বিগত কয়েক বছর আগের ছবি যেন ফিরে এলো আবার৷ আতঙ্ক ছড়াল মধ্যপ্রদেশে৷ আচমকাই রাজধানী ভোপালে গ্যাস লিকের ঘটনায় দুই শিশু-সহ অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের আপাতত বস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভোপালের মাদার ইন্ডিয়া কলোনির একটি জল পরিশোধন কেন্দ্র থেকে ক্লোরিন গ্যাস লিক করতে শুরু করে।

তীব্র ঝাঁঝালো গন্ধে ভরে যায় গোটা এলাকা৷ মারাত্মক কাশি শুরু হয় স্থানীয়দের। ঝাঁঝাল গন্ধে কারও কারও বমি হতে শুরু করে। হাঁসফাঁস করা অবস্থার মধ্যে দু’জন শিশু জ্ঞান হারায়৷ সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলাহিনী। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা খালি করে দেওয়া হয়।

১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার ক্ষত এখনও ভোলেনি মানুষ৷ সেই শহরেই ফের গ্যাস লিকের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডারে সমস্যা দেখা দেয়। সেই সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করেছিল কারখানা কর্তৃপক্ষ৷ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গ্যাস লিক করতে শুরু করে। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ভোপাল পুলিশ। পুলিশ সিলিন্ডারটি জলে ডুবিয়ে দেয়, যাতে জলের মধ্যে গ্যাস মিশে যেতে পারে। ওই সিলিন্ডারে প্রায় ৯০০ কেজি ক্লোরিন গ্যাস মজুত ছিল বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *