টেস্ট অধিনায়ক হিসাবে শুভমনকেই চান গম্ভীর, অপেক্ষা সরকারি ঘোষণার

টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর অধিনায়ক হিসাবে গৌতম গম্ভীর এমন এক জনকে চাইছেন, যিনি দীর্ঘ দিন খেলবেন। ৩১ বছরের জসপ্রীত বুমরাহকে পছন্দ নয় তাঁর। ভারতীয় দলের কোচের পছন্দ শুভমন গিল। তাঁর সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে আলাদা করে বৈঠকও করেছেন গম্ভীর।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে শুভমনের দক্ষতা প্রমাণিত। গত বছর থেকে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছে। এ বার পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে শুভমনেরা।’’

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচকদের সঙ্গে আরও কথা বলবেন গম্ভীর। কথা হতে পারে বিসিসিআই কর্তাদের সঙ্গেও। বোর্ডের একটি সূত্রের দাবি, ভাবনায় রয়েছে ঋষভ পন্থের নামও। কর্তাদের একাংশের মতে, কোহলি-রোহিতের অবসরের পর বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও পরিস্থিতিতে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে বুমরাহ এবং পন্থের। তাই এই দু’জনের এক জনকেই অধিনায়ক করা উচিত। এখনই শুভমনকে টেস্ট দলের নেতৃত্বে চাইছেন না ওই কর্তারা।