জি২০: কেরালার কুমারাকমে দ্বিতীয় শেরপা মিটিং

ভারতের জি২০ প্রেসিডেন্সি চলাকালীন ভারতের জি২০ শেরপা অমতাভ কান্তের সভাপতিত্বে কেরালার কুমারাকমে দ্বিতীয় শেরপা মিটিং আরম্ভ হয় বৃহস্পতিবার। এই মিটিঙে সমসাময়িক বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জি২০ সদস্যরা আর্থিক ও বিশ্বসংক্রান্ত সমস্যা সমাধানের প্রয়োজনে ‘পলিসি অ্যাপ্রোচ’ ও ‘কংক্রিট ইমপ্লিমেন্টেশন’-এর উপর গুরুত্ব আরোপ করেন।

চারদিনের মিটিং আরম্ভ হয় দুইটি উচ্চপর্যায়ের কো-ইভেন্টের মধ্য দিয়ে – ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ ও ‘গ্রিন ডেভেলপমেন্ট’। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কো-ইভেন্টের সংগঠনায় সহযোগী ছিল নাসকম (NASSCOM), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ডিজিটাল ইমপ্যাক্ট অ্যালায়েন্স।

এছাড়া, ‘গ্লোবাল চ্যালেঞ্জেস অ্যান্ড অপর্চুনিটিজ ফর ক্রিয়েটিং আ গ্রোথ-ওরিয়েন্টেড অ্যান্ড ইনক্লুসিভ ডিপিআই’ বিষয়ে একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তা ছিলেন নন্দন নিলেকানি (কো-ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান, ইনফোসিস টেকনোলজিস লিমিটেড), থিয়েরি ব্রেটন (কমিশনার ফর দ্য ইন্টারনাল মার্কেট অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন), প্রিয়া ভোরা (ম্যানেজিং ডিরেক্টর, ডিজিটাল ইমপ্যাক্ট অ্যালায়েন্স) ও প্রমোদ ভার্মা (সিটিও, এক্সস্টেপ ফাউন্ডেশন)। নাসকম-এর প্রেসিডেন্ট দেবযানী ঘোষ ও অন্যান্য বিজনেস লিডারগণ তাদের মতামত ব্যক্ত করেন স্টার্টআপ ইকোসিস্টেমে ডিপিআই-এর ভূমিকা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *