ভারতের জি২০ প্রেসিডেন্সির অধীনে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে বেঙ্গালুরুতে, ২৩ মে থেকে। তিনদিনের এই বৈঠকে জি২০ সদস্য দেশ, আমন্ত্রিত দেশ, আঞ্চলিক গোষ্ঠী ও আন্তর্জাতিক সংগঠনগুলি থেকে ৭৫ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।
প্রথম দিনের বৈঠকে ‘বিজনেস অ্যান্ড টেকনোলজি’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এরসঙ্গে, দুইটি প্যানেল ডিসকাসনেরও আয়োজন করা হয়েছিল। সেমিনার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প দফতরের রাষ্ট্রমন্ত্রী সোম প্রকাশ। বাণিজ্য বিভাগের সচিব সুনীল বার্থওয়াল ‘ইন্ডিয়ান ফরেন ট্রেড পলিসি’ বিষয়ে বক্তৃতা করেছেন।
বৈঠকের পরবর্তী দুইদিনের আলোচ্যসূচিতে থাকবে গ্লোবাল ট্রেড সংক্রান্ত বিভিন্ন বিষয়। ২৪ মে টেকনিক্যাল অধিবেশনে ‘ডব্লিউটিও রিফর্ম’ বিষয়টি নিয়ে আলোচনা হবে, যেখানে অংশ নেবেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতি অনুপ্রিয়া প্যাটেল। উল্লেখ্য, প্রথম ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল মুম্বইয়ে, গত মার্চ মাসে।