‘ফ্রীডম অ্যাপ’ লঞ্চ করল ‘আইকনস অফ ভারত’

‘আইকনস অফ ভারত’ নামে এক নতুন টেলিভিশন সিরিজ লঞ্চ করল ‘ফ্রীডম অ্যাপ’। এনডিডিটিভি নেটওয়ার্কের সহযোগিতায় এই শো’য়ে তুলে ধরা হবে ভারতের কৃষক, মাইক্রো-এন্টারপ্রিনার ও হোমমেকারদের সাফল্যগাথা, কারণ তাদের জীবনযাত্রা সাধারন হলেও তারা বাস্তবে অসাধারন কাজ করে সাফল্য অর্জন করেছেন। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আবেদন করা যাবে ‘ফ্রীডম অ্যাপ’ অথবা ‘iconsofbharat.com’ লিংকের মাধ্যমে।

নতুন টেলিভিশন সিরিজ ‘আইকনস অফ ভারত’ সেইসব মানুষের সাফল্যের কাহিনীর ওপর আলোকপাত করবে যারা এক উন্নততর দেশ গড়ার অংশীদার।

এনডিটিভি’তে ৫ জুন থেকে ১৪টি এপিসোডের এই সিরিজে সফল কৃষক, উদ্যোগী, ক্ষুদ্র ব্যবসায়ী এমন কী গৃহবধূদের জীবনের আর্থিক সফলতার কাহিনী উঠে আসবে। ‘আইকনস অফ ভারত’ টিভি সিরিজের উদ্দেশ্য হল দেশের মানুষকে সফলতার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগানো। এই শো’য়ে ৬০ জন ‘আইকনস অফ ভারত’-এর কাহিনী থাকবে। প্রতিটি এপিসোডে তাদের মধ্য থেকে ‘শ্রেষ্ঠ আইকন’ বেছে নেওয়ার পর ‘সর্বশ্রেষ্ঠ আইকন অফ ভারত’ নির্বাচিত করা হবে ফিনালে শো’য়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *