চিন্তায় প্রতারকরা, নিলামে উঠতে চলেছে সারদার সম্পত্তি

বিগত কয়েক বছর কেটে গেলোও টাকা ফেরত পাইনি প্রতারকরা। চিটফান্ড সংস্থা সারদায় টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সারদা কর্তা সুদীপ্ত সেন, সংস্থার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়-সহ অনেকেই সেই কেলেঙ্কারির পর থেকেই জেলে রয়েছেন।‌ ঘটনার পর নয় বছর কেটে গেলেও এখনও অভিযুক্তদের শাস্তি ঘোষণা হয়নি।

এই পরিস্থিতিতে চিটফান্ড সংস্থা সারদার সমস্ত স্থাবর সম্পত্তি নিলামে তুলছে সেবি। আগামী ৯ নভেম্বর ই-অকশনের মাধ্যমে সারদা গ্রুপ অফ কোম্পানিজ ও‌ তার ডিরেক্টরদের সম্পত্তি নিলামে তোলা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি’র কলকাতার ক্যামাক স্ট্রিটের কার্যালয় থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে যারা ওই সম্পত্তি নিলামের মাধ্যমে কিনতে ইচ্ছুক তাঁরা ৩ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

কলকাতা হাইকোর্ট সারদা সংক্রান্ত মামলা আগেই পাঠিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের কমিটির হাতে। তার ভিত্তিতে আবেদনকারী পক্ষের আইনজীবী অরিন্দম দাস জানিয়েছিলেন সিবিআই, ইডি, রাজ্য সরকার ও বিভিন্ন সংস্থার কাছে সারদার যে বিপুল সম্পত্তি রয়েছে তা তালুকদার কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া সারদা কাণ্ডে প্রতারিতদের ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার ৫০০ কোটির তহবিল গড়ার কথা ঘোষণা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *