প্রয়াত হলেন প্রেসিডেন্সি বিকেলে সিঁথির এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায়। প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকা হত গোটা শিক্ষামহল। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পর আচমকা সিঁড়ি থেকে পড়ে মাথায় চোট লেগে রক্তপাত হতে থাকে ৮৮ বছরের শিক্ষাবিদের।
এরপর আহত অবস্থায় তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে গিয়ে জরুরি পরিস্থিতিতে চিকিৎসা শুরু করানো হয়। এর পর তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। অন্যদিকে বিকেল সাড়ে চারটা নাগাদ অমলবাবুর মৃত্যু সংবাদ পরিবারের কাছে পোঁছানো মাত্রই ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
একাধারে শিক্ষাবিদ ও সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায়ের মতো শিক্ষাবিদ ও সংবিধান বিশেষজ্ঞের মতামত বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে সর্বত্র বিবেচনা করা হয়। এই বয়সেও মোটের উপর বেশ সক্রিয় ছিলেন তিনি। কিন্তু হঠাৎ তাঁর মৃত্যুর দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পরও বিশ্বাস করতে পারছেন না কেউ। অন্যদিকে প্রিয় শিক্ষককে এভাবে হারিয়ে হতবাক ছাত্রছাত্রীরা।