কুড়মি বিক্ষোভ নিয়ে জেল থেকে বড় মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতাও তুঙ্গে৷ এরই মাঝে প্রচারকে কেন্দ্র করে নয়া বিপত্তি, নবজোয়ার কর্মসূচী ঘিরে ঝাড়গ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রা পথে আছড়ে পরে কুড়মি বিক্ষোভ।

অন্যদিকে, হামলার ঘটনায় কুড়মিদের ক্লিনচিট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি এখনও বিশ্বাস করি, আমার কুড়মি ভাইয়েরা একাজ করতে পারে না’। তবে এত কিছুর পরও হামলার ঘটনায় গ্রেফতার হচ্ছেন একের পর এক কুড়মি নেতা। হামলার ঘটনায় এখনও পর্যন্ত কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ আরও ৯ জন নেতা ও কর্মীকে গ্রেফতার করছে পুলিশ।

এবার এই কুড়মি অসন্তোষ নিয়ে মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই আবহেই পার্থ বলেন, কুড়মিদের সঙ্গে জঙ্গলমহলে সকলের সঙ্গে একটা আলাপ-আলোচনা করুন। দমনপীড়ন নীতি অবলম্বন করা বোধহয় ঠিক হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *