হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী লি কেকিয়াং।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। প্রেসিডেন্ট জি জিনপিংয়ের নেতৃত্বে টানা দশবছর চীনের প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন লি কেকিয়াং। শুক্রবার ভোরে সাংহাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। চীনের সরকারি সংবাদমাধ্যমের তরফে লি কেকিয়াংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
দুর্দান্ত ইংরেজি বলতেন তিনি। পড়াশুনা ছিল অর্থনীতি নিয়ে। প্রধানমন্ত্রী হওয়ার আগে আমলা হিসাবে প্রশাসনিক কাজ সামলেছেন। পরবর্তীতে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব হিসাবে উঠে আসেন লি কেকিয়াং। আর তাই জিনপিংয়ের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন চীনে বেশকিছু অর্থনৈতিক সংস্কারের কাজ করতে চেয়েছিলেন লি কেকিয়াং। কিন্তু তাতে বাধা দেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। এরপরেই দু’জনের সর্ম্পকে আসে তিক্ততা।
গত বছরে প্রধানমন্ত্রীর পদ থেকে কেকিয়াংকে সরিয়ে দেন জি জিনপিং। সেই জায়গায় বসানো হয় লি কিয়াংকে। চীনের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতেন কেকিয়াং আগামীতে চীনের সর্বোচ্চ নেতা হিসাবে উঠে আসবেন। কিন্তু সেটা আর হল না। ৬৮ তেই থেমে গেল তাঁর জীবন।