অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অবশেষে পেলেন জামিন

স্কিল ডেভেলপমেন্ট মামলায় অবশেষে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট থেকে জামিন পেলেন চন্দ্রবাবু নাইডু। প্রসঙ্গতগত গত ৩১ অক্টোবর কার্যত মেডিক্যাল গ্রাউন্ডে চার সপ্তাহের জন্য হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তবে এবার রেগুলার বেল পেলেন তিনি। প্রসঙ্গত রাজামুন্দ্রি কেন্দ্রীয় সংশোধনাগারে গত ১০-ই সেপ্টেম্বর থেকে ছিলেন তিনি। কোটি কোটি টাকা কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়েছিল তার।

এরপর তাঁকে গ্রেফতার করেছিল সিআইডি। অন্যদিকে চলতি বছরের মার্চ মাসে সিআইডি ৩৩০০ কোটি টাকার কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল। এরপরই চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে অভিযোগ ওঠে। তিনি ২০১৬ সালে APSSDC -এর সিইও ছিলেন তিনি। আর সেই আধিকারিকের বিরুদ্ধেই সমন জারি করা হয় বলে খবর।গত ৯-ই সেপ্টেম্বর নান্দিয়াল রেঞ্জের পুলিশ ভোর ৩টে নাগাদ তেলুগু দেশম পার্টির সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করেছিল।

তবে সেদিন সহ পুলিশের একটি বিশাল দল চন্দ্রবাবুকে সকাল ৬টা নাগাদ তাঁকে হেফাজতে নিয়েছিল। জানা যায়, ফৌজদারি কার্যবিধির জারি করা নোটিশ অনুসারে, পুলিশ চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে মামলা করা হয়েছিল। তাছাড়া, সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছিলো, ১৯৮৮-এর অধীনেও মামলা রুজু করা হয়েছিলো তাঁর নামে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *