ধোঁয়াশা কাটলোনা স্পুটনিকের শংসাপত্র নিয়ে

বেশ কিছু ভ্যাকসিন ছাড়পত্র পেলেও এখনও শংসাপত্র মেলেনি স্পুটনিক-ভি ভ্যাকসিনের। পরীক্ষায় অংশ নিলেও এখনো সফলতা পায়নি পুরোপুরি। স্পুটনিক-ভি ভ্যাকসিন আর সেই কারণে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। তাই এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানাতে আরো একমাস সময় দিল কলকাতা হাইকোর্ট। কলকাতায় রুশ টিকা স্পুটনিক ভি-এর পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করেও মেলেনি সরকার অনুমোদিত শংসাপত্র। এই ইস্যুতেই আদালতের দ্বারস্থ হয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। তার প্রেক্ষিতেই কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি। তার আগে রিপোর্ট এসে গেলে শুনানি হবে।

এতদিন হয়ে যাওয়ার পরও কেন তাঁদের শংসাপত্র দেওয়া হল না এই প্রশ্ন আজ করে আদালত। যার উত্তরে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন তিনি এবং কেন এই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, কেন্দ্রের থেকে তা জেনে আদালতকে জানাবেন। উল্লেখ্য, কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। কলকাতায় অন্তত ৫০ জন ব্যক্তি স্পুটনিক ভি-এর পরীক্ষামূলক গবেষণায় অংশ নিয়েছিল বলে জানান হয়েছে আদালতে।

এদিকে, কেন্দ্র জানিয়ে দিয়েছে যে ভারতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে করোনার নয়া প্রজাতি, ওমিক্রন। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, দেশে দুজন এই করোনাভাইরাস নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন এবং তারা দুজনেই কর্নাটকের বাসিন্দা। বছর ৪৬ এবং বছর ৬৬-র দুজন পুরুষ আক্রান্ত হয়েছেন এই নতুন প্রজাতির ভাইরাসে বলে জানা গিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়তেই কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে যথাযথ কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে এই প্রজাতি কোনভাবেই ছড়িয়ে পড়তে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *