কলকাতায় ফ্লিপকার্টের ‘ব্যাপার কা তৌহার’ প্রোগ্রাম

কলকাতা ও সন্নিহিত অঞ্চলের সেলারদের নিয়ে ফ্লিপকার্ট মার্কেটপ্লেস আয়োজিত ‘ব্যাপার কা তৌহার’ প্রোগ্রাম সমাপ্ত হল। এর উদ্দেশ্য ছিল বিক্রেতাদের ফ্লিপকার্ট প্লাটফর্মের বিভিন্ন সুবিধা গ্রহণ করে নিজেদের ব্যবসাবৃদ্ধির বিষয়ে সচেতন করা। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শতাধিক বিক্রেতা অংশ নিয়েছিলেন। তারা নিজেদের ব্যবসার উন্নতির জন্য ফ্লিপকার্ট থেকে কি ধরণের সুবিধা লাভ করতে পারবেন সে বিষয়ে অবহিত হওয়ার সুযোগ পেয়েছেন।

কলকাতার এই অনুষ্ঠানটি ছিল ফ্লিপকার্টের অন-গ্রাউন্ড সেলার এনগেজমেন্ট সিরিজের অংশবিশেষ। দেশের বিভিন্ন শহরে এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, যেমন জয়পুর, সুরাট, মুম্বই, ব্যাঙ্গালোর, নতুন দিল্লি ও কলকাতা।

সদ্যসমাপ্ত ‘ব্যাপার কা তৌহার’ প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল কলকাতার বিক্রেতাদের বিভিন্ন জনপ্রিয় ক্যাটাগরির প্রোডাক্ট সম্পর্কে সচেতন করা, যাতে তারা গ্রাহকদের চাহিদা অনুসারে পণ্য সরবরাহ করতে সক্ষম হন। ফ্লিপকার্টের সার্ভিস প্রদানের ব্যবস্থা ও অফারিংসের সুযোগ নিয়ে বিক্রেতারা গ্রাহকদের খুশি করতে পারবেন, যেমন ইনসাইট টুলস, ‘ব্র্যান্ড পালস’, ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *