ফ্লিপকার্ট সমর্থের একবছর

ফ্লিপকার্ট সমর্থ প্রোগ্রামটি আরম্ভ করা হয়েছিল সুবিধা-বঞ্চিত ও গৃহভিত্তিক মানুষের অধিকতর উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে ও তাদের ব্যবসার সুযোগ বৃদ্ধি করতে সাহায্য করার জন্য। এখন এই প্রোগ্রামের প্রথম বর্ষপূর্তি প্রতিপালিত হচ্ছে। এইসব ব্যবসার উন্নতির জন্য ফ্লিপকার্ট সমর্থ তাদের ভারতব্যাপী ২০০ মিলিয়নের গ্রাহকভিত্তি ব্যবহারের সুযোগ দেয় এবং এর দ্বারা ব্যবসাকে প্রকৃতঅর্থে গণতান্ত্রিক করে তোলে স্থানীয় প্রযুক্তির ভিত্তিতে। প্রথম বর্ষপূর্তিতে সেলার পার্টনারদের জন্য ফ্লিপকার্ট সুযোগ-সুবিধা আরও বাড়িয়ে দিয়েছে ফ্লিপকার্ট সমর্থের মাধ্যমে। এর উদ্দেশ্য হল সুবিধা-বঞ্চিত মানুষ যেন তাদের বিক্রয়ের ব্যাপারে ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহারের সুযোগ পান। বর্তমানে ফ্লিপকার্ট সমর্থ ৬ লক্ষেরও বেশি কারুশিল্পী, বয়নশিল্পী ও হস্তশিল্পীর জীবনযাত্রায় সহযোগিতা করে চলেছে তার প্লাটফর্মের মাধ্যমে। বিগত একবছরে ফ্লিপকার্ট ভারতের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে হাতমিলিয়ে স্থানীয় কারুশিল্পী, বয়নশিল্পী ও হস্তশিল্পীদের ই-কমার্সের আওতায় নিয়ে এসেছে এবং বেশিসংখ্যক গ্রামীণ উদ্যোগীর কাছে পৌঁছানর লক্ষ্যে বিভিন্ন এনজিও, সরকারি সংস্থা ও লাইভলিহুড মিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *