অগ্নি ৫জিতে মিডিয়াটেকর চিপসেট

অগ্নি, লঞ্চ করল লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড। অগ্নি হল ভারতের প্রথম ৫জি স্মার্টফোন যা মিডিয়াটেকর লেটেস্ট চিপসেট- ডাইমেনসিটি ৮১০ দ্বারা পরিচালিত। এই পাওয়ার প্যাকড চিপসেটটি ২.৪ জিএইচজেড-এর ক্লক স্পীডে  কাজ করে। যার ফলে একাধিক অ্যাপ্লিকেশন এবং গেম খুব স্মুদলি রান করে।

এই লাভা অগ্নি ৫জি স্মার্টফোন রয়েছে ৮জিবি RAM(ইউএমপিসি)এবং ১২৮ জিবি রম। যাতে ইউনিভার্সাল ফ্ল্যাশস্টোরেজ(ইউএফএস) সিস্টেম আছে। যা গুরুত্বপূর্ণ নথি ও ছবি সংরক্ষণ করে। এছাড়াও লাভা অগ্নি ৫জি-তে আছে অত্যাধুনিক ১৬এমপি ফ্রন্ট ক্যামেরা, ৬৪এমপিআই প্রাইমারি ক্যামেরা, ৫এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সহ ২এমপি ডেপথ ক্যামেরা এবং ২এমপি ম্যাক্রো ক্যামেরা যা ক্রিস্টাল ক্লিয়ার ফোটো ফিনিশ দিতে সাহায্য করে। অগ্নি ৫জি-র ৫০০০এমএএইচ ব্যাটারি, ফোনটিকে যেমন লং লাইফ প্রদান করে তেমনি ৩০ওয়াটের সুপারফাস্ট চার্জার জরুরী সময় ফোনটিকে বিদ্যুৎ গতিতে চার্জ করবে। 

  লাভা অগ্নি ৫জি স্মার্টফোনটি ১৮ নভেম্বর থেকে খুচরা আউটলেট, অ্যামাজন এবং  ফ্লিপকার্টের মাধ্যমে গ্রাহকরা কিনতে পারবেন। দাম ধার্য করা হয়েছে ১৯,৯৯৯টাকা। উল্লখ্য, লাভার তরফ থেকে লাভা ই-স্টোর এবং অ্যামাজনের গ্রাহকদের জন্য একটি বিশেষ প্রি-বুকিং অফার দেওয়া হচ্ছে। এতে গ্রাহকরা ২০০০ টাকা ছাড় পাবেন। অফারটি ১৭ নভেম্বর পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *