পৃথিবীর বাইরে খোঁজ মিলল প্রাণের উপাদানের

বহু বছর ধরে প্রাণের খোঁজ চলছে পৃথিবীর বাইরে, অনেকের মতে পৃথিবীর বাইরেও আছে প্রাণ৷ এবার প্রথম মহাকাশে গ্রহাণুর বুকে মিলল অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি৷ প্রাণের মূল উপাদান অ্যামাইনো অ্যাসিডের ২০টি প্রকারভেদের সন্ধান পেলেন জাপানি গবেষকরা।

অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি মিলেছে রয়ুগু নামে একটি গ্রহাণুর মধ্যে৷ এই উপাদান সংগ্রহ করে বিজ্ঞানদের হাতে তুলে দিয়েছে রয়ুগু ফেরত মহাকাশযান হায়াবুসা ২৷ বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরেই গ্রহাণুর মধ্যে জৈবিক বস্তু থাকতে পারে৷ সেই দাবিই সত্য প্রমাণিত হল৷ পৃথিবীর বাইরে অ্যামাইনো অ্যাসিড হল এমন একটি বস্তু যা প্রোটিন তৈরি করে।

আর প্রোটিন হল প্রাণের অপরিহার্য উপাদান। অ্যামাইনো অ্যাসিড যেমন খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করতে সাহায্য করে, তেমনই দেহের ক্ষতিগ্রস্ত কলা সারাই করা এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে। অ্যামাইনো অ্যাসিডকে দেহের শক্তির প্রধান উৎসও বলা যায়। গ্রহাণুর মধ্যে ২০ ধরনের অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি মেলের পর বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ত্ব থাকা অস্বাভাবিক নয়। 

তবে ওই গ্রহাণুটি বর্তমানে অবস্থাকে প্রাথমিক অবস্থা বলেই বর্ণনা করেছেন বিজ্ঞানীরা। হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসায়োসি ইুরিমোতের কথায়, ‘‘রয়ুগু পাথর ও কার্বন সমৃদ্ধ কন্ড্রাইট গ্রহাণু৷ এর রাসায়নিক উপাদানের সঙ্গে সূর্যের উপাদানের অনেকটা মিল রয়েছে। জল এবং জৈবিক পদার্থের উপস্থিতি মেলার পর সেখানে প্রাণের উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অই গ্রহাণু অনেকটা তেমন, যেমন জায়মান অবস্থায় পৃথিবী ছিল, সহস্র কোটি বছর আগে।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *