অবশেষে আন্দোলন ছাড়লেন সাক্ষী মালিক

বিগত বেশ কিছুদিন ধরে চলছে বিক্ষোভ। এই চলতে থাকা বিক্ষোভের মাঝেই, নতুন মোড় নিলো কুস্তিগিরদের আন্দোলনে। কুস্তি, অনুশীলন, চাকরি ছেড়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তবে এবার সেই আন্দোলনে ইতি টানলেন সাক্ষী মালিক। প্রতিবাদ থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব হন সাক্ষী, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। রোদ-ঝড়-জল উপেক্ষা করে, পুলিসের হাতে মারধর খাওয়ার পরও আন্দোলন চালিয়ে যান তাঁরা। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে ব্রিজভূষণের গ্রেফতারির সময়সীমা বেঁধে দিয়েছিলেন তাঁরা। গত শনিবার রাতে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করেন আন্তর্জাতিক স্তরে পদকজয়ী কুস্তিগিররা। কিন্তু সেখানেও অধরা থেকে যায় রফাসূত্র।

আর এবার শোনা যাচ্ছে, আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সাক্ষী। এদিকে এরই মাঝে ৩১ মে রেলের অফিসে গিয়ে কাজে যোগ দেন সাক্ষী মালিক। ওএসডি পদে আছেন তিনি। এদিকে বজরং পুনিয়া এবং ভিনেশও রেলে চাকরি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *