বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে বহু প্রতিক্ষার পর বঙ্গে এল বর্ষা। গত সপ্তাতেই উত্তরে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। যার জেরে আপাতত উত্তরবঙ্গে জাঁকিয়ে বসেছে বর্ষা।
যদিও দক্ষিণবঙ্গের অনেক জায়গায় রবিবার অবধি চলছিল তাপপ্রবাহ। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গের মালদায় আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সেই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দেরী হচ্ছে।
সপ্তাহের শুরুতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকেই একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে এখনও দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে সূর্য। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা জারি করা হয়েছে।