পূর্ব ঘোষনা মতোই প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন করা হলো তাকে৷ বারাণসী থেকে ডিব্রুগড়৷ দীর্ঘ নদীপথে যাত্রা শুরু করল বিলাসবহুল প্রমোদরী ‘গঙ্গা বিলাস’৷ পৃথিবীর দীর্ঘতম নদী ক্রুজ ‘গঙ্গা বিলাস’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ উত্তর প্রদেশের বারাণসী থেকে এই বিলাসবহুল রিভার ক্রুজের উদ্বোধন করেন তিনি৷ বারাণসী থেকে যাত্রা শুরু করে গঙ্গা পথে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে এসে পৌঁছবে গঙ্গা বিলাস৷ এরপর কলতাতা থেকে তা পাড়ি দেবে বাংলাদেশের উদ্দেশে৷ সেখান থেকে পৌঁছবে অসমের গুয়াহাটিতে।
ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭ টি নদীর জল স্পর্শ করবে গঙ্গা বিলাস৷ প্রমোদতরীটি তৈরি হয়েছে ভারতে৷ বারাণসী থেকে বাংলাদেশ হয়ে গুয়াহাটি পৌঁছনোর পথে ৫০টি পর্যটক কেন্দ্র দেখতে পাবেন প্রমোদতরীর যাত্রীরা। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, জাতীয় উদ্যান, নদী ঘাট৷ এ ছাড়াও রয়েছে পাটনা, কলকাতা, ঢাকা এবং গুয়াহাটির মতো রাজধানী শহর। পড়বে সারনাথ, সুন্দরবন, মাজুলি দ্বীপ, কাজিরাঙা জাতীয় উদ্যানের মতো স্থান৷
গঙ্গা বিলাসকে বলা যায় ভ্রাম্যমান পাঁচ তারা হোটেল। এতে রয়েছে ১৮টি স্যুইট৷ যেখানে ৩৬ জন পর্যটক থাকতে পারবেন। এ ছাড়াও রয়েছে ৪০ জন ক্রু সদস্যের থাকার বন্দোবস্ত৷ রয়েছে স্পা, সেলুন, জিম, রেস্তোরাঁর মতো সমস্ত সুযোগ সুবিধা৷ গঙ্গা বিলাস-এর ডিরেক্টর জানিয়েছে, এই বিলাসবহুল প্রমোদতরীতে সফরের জন্য প্রতিদিন মাথা পিছু ২৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হবে। অর্থাৎ ৫১ দিনের ভ্রমণে খরচ পড়বে প্রায় ২০ লক্ষ টাকা।