আলুর দাম কম থাকায় সমস্যায় পড়েছে কৃষকরা

মাথায় হাত আলু চাষীদের। এমনিতেই আলুর দাম তলানিতে, আম আদমির ‘পৌষমাস’, চাষিদের ‘সর্বনাশ’, কী হবে। আলু চাষ করে বিরাট ক্ষতির মুখে বাংলার কৃষকরা। ১ মার্চ থেকে রাজ্যের বেশির ভাগ কোল্ডস্টোর খুলে গিয়েছে। তারপরেই জমিতে আলুর দাম কম থাকায় সমস্যায় পড়েছে কৃষকরা। এবার আলুর ফলন ভালই হবে বলেই মনে করেছেন কৃষক থেকে ব্যবসায়ীরা। আলুর বাজারে একটা কথা চালু আছে। সেটা হল ফলন ভাল হলে দাম হবে না। ফলন কম হলেই দাম পাওয়া যায়।

এখনও পর্যন্ত যা খবর, তাতে এবার আলুর ফল ভাল হবে অনেকেই মনে করেছেন। বিঘে প্রতি 100 থেকে 120 বস্তা। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই  ৬০ থেকে ৭০, বস্তা আলু হচ্ছে বলে জানাচ্ছেন চাষীরা। তবুও  দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। এখনো পর্যন্ত বেশিরভাগ চাষীর আলু মাঠেই পড়ে রয়েছে, অপেক্ষায় রয়েছেন দামের আশায়, এরই মধ্যে আবহাওয়ার খামখেয়ালী পোনা, শুরু হয়েছে বৃষ্টি মাঠেই কাদামাটি হয়ে পড়ে রয়েছে আলুর বস্তা, অনেকে আবার আলু তুলতেই পারেনি, দুশ্চিন্তায় চাষিরা।

এবার আলু চাষ করে ক্ষতির মুখে চাষিরা। ধূপগুড়ির মাগুরমারী দুই নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের এক কৃষক উত্তম রায় জানায় এবার বেশিরভাগ কৃষকেরই বিঘা প্রতি ৬০,৭০ও কারো ৮০ বস্তা আলু হয়েছে, যেখানে বিঘা প্রতি আলু চাষে প্রায় ৩০ হাজার টাকার মত খরচা সেখানে দাঁড়িয়ে আলুর দাম  না বারলে ক্ষতির মুখে পড়বেন চাষিরা। তবে আলুর ফলন কম হওয়ার পিছনে ভেজাল সারের জন্যই এমনটা হয়েছে বলে জানাচ্ছেন চাষিরা।