NSQF ল্যাব অ্যাসিস্ট্যান্টদের অভিনব প্রতিবাদ হাওড়া বাসস্ট্যান্ডে

আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করলেন ল্যাব অ্যাসিস্ট্যান্টরা। শিক্ষা মিশনের অন্তর্গত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা NSQF ল্যাব অ্যাসিস্ট্যান্টদের অভিনব প্রতিবাদ হাওড়া বাসস্ট্যান্ডে। বৃহস্পতিবার দুপুরে বাটি হাতে ভিক্ষাবৃত্তি করেন তাঁরা। বাটি হাতে প্রতীকী ভিক্ষা করে শিক্ষক দিবসে প্রতিবাদ জানান তাঁরা। কয়েক দফা দাবিতে এদিন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (NSQF) ল্যাব অ্যাসিস্ট্যান্টরা শিক্ষক দিবসের দিন হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া সরকারি বাসস্ট্যান্ডে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করে অভিনব প্রতিবাদ জানান।

ল্যাব অ্যাসিস্ট্যান্ট অমিত রায় বলেন, আজ শিক্ষক দিবস। তার মধ্যেই ৩৭ মাস ধরে আমরা কর্মহীন। ২০১৮ সালে আমরা সরকার এবং সরকার পোষিত স্কুলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পাই। ২০২১ সালে সেপ্টেম্বর মাসে কোন কারণ ছাড়াই ২১৮ জন ল্যাব অ্যাসিস্ট্যান্টকে ছাঁটাই করা হয়। এই ব্যাপারে কারিগরি দপ্তর সহ বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল। কিন্তু কিছু দুর্নীতিপরায়ণ আধিকারিকদের জন্য কিছুই হয়নি৷ সেই কারণেই এদিন ভিক্ষাবৃত্তি করতে বাটি হাতে বেরিয়েছি।