বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সামনে আসছে বড় খবর। এবার অনিশ্চয়তায় ভুগছেন কয়েকশো শিক্ষক।
দুর্নীতির জেরে গত বছরই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। তবে বাঁচানো যায়নি চাকরি। তবে একটি ‘স্বস্তি’র নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, চাকরিহারারা চাইলে নিজেদের পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। এবার এই নিয়েই চিন্তায় পড়েছেন কয়েকশো শিক্ষক। পুরনো কাজের জায়গায় ফেরা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। উল্লেখ্য, দুর্নীতির জেরেই ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। একধাক্কায় চাকরিহারা হয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী।