চরম নাটকীয়তা, মধ্যরাতে ইডি দফতরে হাজির অভিষেক-শ্যালিকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে কয়লাপাচার-কাণ্ডে মধ্যরাতে চরম নাটকীয়তা দেখলো মহানগরী৷

গতকাল অর্থাৎ রবিবার রাত ১২টা নাগাদ নিজের আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর৷ কিন্তু, সেখানে কাউকে দেখতে না পেয়ে সিজিও কমপ্লেক্সে থেকে ফিরে আসেন তাঁরা৷

মেনকার আইনজীবী দাবি করেছিলেন, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর মক্কেলকে তলব করা হয়েছে৷ সেই মতো নির্ধারিত সময়ের কিছু আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তাঁরা৷ বেশ কিছুক্ষণ হাতে নোটিস নিয়ে অপেক্ষাও করেন৷ কিন্তু কারও দেখা মেলেনি৷ সেখান থেকে ফিরে আসেন তাঁরা৷

গত শনিবার মেনকা ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমান বন্দরে পৌঁছলে, তাঁকে বাধা দেন অভিবাসন দফতরের আধিকারিকরা৷ টিকিট কাউন্টারে পাসপোর্ট জমা দিয়ে বোর্ডিং পাস নিতে গেলে মেনকাকে আটকানো হয়।

কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করেছে। কারও বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হলে অভিবাসন দফতর বিদেশ যাত্রার অনুমতি দিতে পারে না। পরে দমদম বিমানবন্দরে এসে তাঁর হাতে তিন পাতার একটি সমন ধরান ইডি আধিকারিকরা৷ সেই সময় হাজিরা যে সময় উল্লেখ ছিল সেখানে গড়মিল হয় বলে খবর। তবে রাত সাড়ে ১২টা কেন?  তা স্পষ্ট হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *