সম্প্রতি জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর কোল্ড স্টোরেজে আলু চাষীদের বন্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।উল্লেখ্য, গত বছর হিম ঘরে আলু রাখাকে কেন্দ্র করে একাধিক বার জলপাইগুড়ির বিভিন্ন কোল্ড স্টোরেজে ছড়িয়ে ছিল অশান্তি।এবারও কি একই পথে এগোচ্ছে, আশঙ্খা আলু রাখার বন্ড নিতে আসা চাষিদের মধ্যে।যদিও এই প্রসঙ্গে বাহাদুর কোল্ড স্টোরেজের ম্যানেজার শংকর পাল এরও প্রায় এক মত।
বন্ড প্রদান প্রসঙ্গে তিনি জানান, ৫ লক্ষ্য ৭১ হাজার প্যাকেট রাখার ক্ষমতা রয়েছে এই হিম ঘরে, যার মধ্যে ৩০ শতাংশ ভর্তি রয়েছে, যদিও মার্চ মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত বন্ড বিলি করার কথা, তবে প্রতিদিন যে ভাবে আলু চাষীদের ভিড় বাড়ছে তাতে এটা বলা সম্ভব নয় ঠিক কত দিন এই প্রক্রিয়া চালু রাখা যাবে।ভোর থেকেই কোল্ড স্টোরেজের সামনে ভিড় ঠেলে লাইনে দাড়িয়ে থাকা মহিলাদের মধ্যে অনেকেই অভিযোগ করে বলেন, এক বার লাইন এগিয়ে যাচ্ছে, আবার পেছনে চলে আসছি আমরা।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও তে দেখা যাচ্ছে, লাইনে দাড়িয়ে থাকা আলু চাষীদের মধ্যে এতটাই চাপ যে আচমকাই বেস কিছু আলু চাষী হুড়মুড়িয়ে নর্দমায় পরে যাচ্ছেন। এদিকে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর কোল্ড স্টোরেজে আলু রাখার বন্ড বিলি নিয়ে সৃষ্টি অরাজকতা থামাতে খবর পেয়েই ছুটে যান কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী, এর পরই পরিস্থিতি স্বাভাবিক হয়।