লক্ষ্য এখন একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ শেষ সময়ের একেবারে তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতেই এবার ভোটের বড় ইস্যু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার। মূলত লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখেই গ্রাম বাংলায় প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার এই নিয়েই তৃণমূল বিধায়কের মন্তব্যে চরম বিতর্ক শুরু হয়েছে।
‘পঞ্চায়েতে বিরোধীরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে’। উত্তর দিনাজপুরের করণদিঘির বিধায়ক গৌতম পালের মন্তব্য ঘিরেই জোর বিতর্ক করণদিঘিতে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে এই সমস্ত বিতর্কিত কথা বলতে শোনা যাচ্ছে ওই বিধায়ককে।
বিধায়কের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তৃণমূলকে পালটা নিশানা করেছে বিজেপি। দলের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ‘কোন জনপ্রতিনিধি এভাবে বলতে পারেনা যে কোনও সরকারি প্রকল্প চলবে কি চলবে না।’ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক চাইছেন না কেউ। স্বভাবতই ছড়াচ্ছে উদ্বেগ।