প্রায় একশো কোটির দুর্নীতির নিয়ে বিস্ফোরক শিক্ষামন্ত্রী

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রের।

মিড-ডে মিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। শিক্ষামন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে বিস্ফোরক তথ্য মিলেছে। জানা যাচ্ছে, গতবছর ৬ মাসেই অন্তত ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। কিন্তু এই গোটা রিপোর্টকে কার্যত আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তাঁর দাবি, ‘এই রিপোর্টে রাজ্য সরকারের বক্তব্য যথাযথ ভাবে স্থান পায়নি। সরকারের একমাত্র প্রতিনিধি রাজ্য অধিকর্তা, কুকড মিড ডে মিল-এর সই নেই সেই সই ছাড়াই এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী এদিন আরও বলেন ‘ক্যাগ ২০২১-২২ অর্থবর্ষের অডিট সম্পূর্ণ করেছে। সেখানে এই ধরনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *