সভায় দাঁড়িয়ে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোট পূর্বে তৃণমূল ছাড়ার প্রায় আড়াই বছর পর নিজের দলত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এগরার বিশাল জনসভায় দাঁড়িয়েই বিধায়কের দাবি, ‘উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল, তাও ছেড়ে এসেছি। তৃণমূল আমার কোনও পদ কাড়েনি। মন্ত্রিত্ব, চেয়ারম্যানশিপ সব ছিল, ছেড়ে এসেছি। আর পারছিলাম না, তাই ছেড়ে এসেছি। ২০২০ সালের ১ ডিসেম্বর উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল তবে আমি সব উপেক্ষা করে এসেছি।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ ডিসেম্বর তৎকালীন তৃণমূলের অন্যতম হেভিওয়েট এই নেতা তিনটে মন্ত্রীত্ব পদ ছেড়ে তৃণমূল থেকে সোজা যোগদান করেন বিজেপিতে। সেই সময় শুভেন্দুর দলবদল রাজ্য রাজনীতিতে বিরাট সাড়া ফেলেছিল। তার বিরোধী দলনেতার পদ নিয়েও কম চৰ্চা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *