শান্তনুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি তদন্তকারী সংস্থার

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে ইডির হাতে গ্রেফতার হন হুগলীর যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যপাধ্যায়। ইতিমধ্যেই নেতার কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এবার আদালতে আরও বিস্ফোরক দাবি তদন্তকারী সংস্থার।

নিজের নাম ব্যবহার করে নয় স্লিপিং ডিরেক্টর রেখে তাদের নামেই কেনা হতো বিপুল সম্পত্তি আদতে যেসবের মালিক ছিল শান্তনু নিজে। আদালতে এমনই বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র আইনজীবীর আরও দাবি, স্লিপিং ডিরেক্টরদের নামে নগদ টাকায় বহু বেনামি সম্পত্তি কেনা হয়েছিল। যেগুলির মালিক অভিযুক্ত শান্তনু।

শুধু শান্তনু নয়, ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের নামেও একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। তার ছেলের নামে তৈরী ইভান contrade pvt লিমিটেডের ক্ষেত্রেও সম্পত্তি কেনা হয়েছিল ডামি ডিরেক্টরদের নামে। তার স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে কোম্পানির অধস্তন কর্মীদের যৌথ কোম্পানি খুলেছিলেন তিনি। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত ধৃত শান্তনুক জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *