বিস্ফোরক দাবি তরুণী চিকিৎসকের বাবার

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রথম নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। পরে আইনজীবী বদল হয়। পরিবারের তরফে দায়িত্ব দেওয়া হয় বৃন্দা গ্রোভারকে।

এরপর ডিসেম্বর মাসে হঠাৎই এই মামলা থেকে সরে দাঁড়ান বৃন্দা। সেই সময় নির্যাতিতার বাবা বিস্ফোরক দাবি করে বলেছিলেন, “আইনজীবী বৃন্দা গ্রোভার সিবিআইয়ের সামগ্রিক কাজকর্ম নিয়ে সবটাই জানতেন! পরবর্তীতে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কাতেই মাঝপথেই উনি মামলা ছাড়েন।” ঘটনার পর আইনজীবী বৃন্দা গ্রোভারকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা।

নির্যাতিতা চিকিৎসকের বাবা বলেন, ‘যদি আমরা বিচারের জায়গায় কিছুটা এগোতে পারি। উনি যেখানে ব্যাকফুটে আমাদের রেখে গিয়েছেন সেই ব্যাকফুট থেকে বেরোনোর চেষ্টা করছি। যদি ব্যাকফুট থেকে ফ্রন্টফুটে আসতে পারি অবশ্যই ওনাকে ডেকে বসিয়ে ওনাকে আইন শেখাবো। আমি ওনার আইনের ক্লাস নেব।’