রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এই অবস্থায় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এদিন ফের বিস্ফোরক দাবি করল ইডি৷
আদালতে তোলা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে। সেখানে মানিকের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবীরা৷ তাঁদের দাবি, তাঁর মক্কেলকে হেনস্থা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ সওয়াল-জবাব শোনার সময় মানিকের বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক দাবি করেন ইডি-র আইজীবীপা। তাঁরা মানিক ভট্টাচার্যের স্ত্রীর একটি জয়েন্ট অ্যাকাউন্টের ডিটেইলস তুলে ধরা হয়৷ যে অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা৷
তাঁদের দাবি, মানিকের স্ত্রীর সঙ্গে মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তির জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে৷ সেই ব্যক্তি ছয় বছর আগেই মারা গিয়েছেন। কেন মৃত্যুঞ্জয় চক্রবর্তীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করা হয়েছিল, তা জানার জন্য তদন্তের প্রয়োজন রয়েছে বলেও আদালতকে জানানো হয়। এই বিষয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মৃত্যুঞ্জয় চক্রবর্তীর সঙ্গে তিন কোটি টাকার জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে মানিক ভট্টাচার্যের স্ত্রীর৷